
Basic Astronomy Workshop
আমরা রাতের তারা ভরা আকাশ দেখলেই অনেক মুগ্ধ হয়ে যাই তাইনা? মহাকাশের দারুণ সব গ্রহ, নক্ষত্র দেখলে অবাক হয়ে যাই কিংবা গ্যালাক্সিগুলোকে দেখলে আমরা আরও ভাবুক হয়ে উঠি আমাদের একাকীত্ব নিয়ে। যদি তোমাকে আসলেই জ্যোতির্বিজ্ঞান অনেক বেশি ভাবায় এবং যদি তুমি জ্যোতির্বিজ্ঞানের বেসিক শিখতে চাও তাহলে এই ওয়ার্কশপটি ঠিক তোমাদের জন্য।
“বিশ্ব মহাকাশ সপ্তাহ (World Space Week) ” উপলক্ষ্যে আমরা আয়োজন করতে যাচ্ছি এই ৩ দিনের আন্তর্জাতিক ওয়ার্কশপের, যেখানে আমাদের সাথে আন্তর্জাতিক কোলাবরেশন করছে তিউনিশিয়া। তাই আর দেরী না করে এখনই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো আমাদের এই ওয়ার্কশপের জন্য আর শেয়ার করে ফেলো তোমার বন্ধুদের সাথে।
সবচেয়ে বেশি সংখ্যক পার্টিসিপেন্টস আনা বিজয়ী ৩ জন কে দেয়া হবে BARC এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার।
⭐️আসন সংখ্যা সীমিত।
🟠 রেজিস্ট্রেশন ফিঃ ৬৫০ টাকা
🟢পার্সোনাল বিকাশ নাম্বারঃ 01770551007
🟣 রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ১৫/১০/২০২০
🟢 রেজিস্ট্রেশন ফর্ম লিংকঃ https://forms.gle/eWALcAxojDvP9684A
🟦 প্রথমে বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি সেন্ড করে তারপর ফর্ম ফিলাপ করতে হবে। ফর্মে দেয়া বিকাশ ট্রাঞ্জেকশন নাম্বারটি অবশ্যই যথাযথ ভাবে বসাতে হবে।
টাকা পাঠাতে ভুল করলে এবং ট্রাঞ্জেকশন নাম্বার দিতে ভুল করলে কর্তৃপক্ষ দায়ী থাকবেনা। যথাযথভাবে সবকিছু সম্পন্ন হলেই কেবল ওয়ার্কশপে অংশ নিতে পারবেন।
🟢 ওয়ার্কশপটি করলেই পাচ্ছো একটি আন্তর্জাতিক পার্সটিসিপেশন র্টিফিকেট এবং অসাধারণ কিছু গিফটস। 😍😍😍
⭐️ ফেসবুক পেজ লিংকঃ https://www.facebook.com/BangladeshAstronomyResearchCenter/?eid=ARDDNse9DFqTPDFgu2X8xL8VrTRQSRp5y-JiWT52fFEUKamxL9srPS_BtfqlIPzm0BQVt2juiitUk4Rd
⭐️ ফেসবুক গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/1682010375163061/?multi_permalinks=3373613166002765¬if_id=1594379497101082¬if_t=feedback_reaction_generic
🟢 আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলঃ
https://www.youtube.com/channel/UCRvDnnBKkn_Pzhvl1SsJ7OQ
🟣 জ্যোতির্বিজ্ঞানের গাইডলাইনের প্লেলিস্টঃ https://www.youtube.com/playlist?list=PLFXS_MoI_qexqLaHvq0KCtBKqeUSb52W9
🔷 যুক্ত থাকো আমাদের সোশাল মিডিয়াগুলোর সাথেঃ
⭐️ অফিসিয়াল ওয়েবসাইটঃ https://barcbd.org/
⭐️ ইন্সটাগ্রামঃ https://www.instagram.com/bdastronomyresearchcenter_/
⭐️ টুইটারঃ https://twitter.com/BARCBD?s=09&fbclid=IwAR35gFwkx4P2BGHteh2fzgRdJO7Ye72YQnjdDuixrJNeurpgFv3r2lIp1gQ
⭐️ লিংকডিনঃ https://www.linkedin.com/company/bangladesh-astronomy-research-center/
🔶 BARC এর ওয়েবসাইটে নিয়মিত এস্ট্রোনমির ব্লগ লিখতে চাও? তাহলে এখনই নিচের দেয়া লিংকে যেয়ে ফর্ম পূরণ করে ফেলো আর আমাদের দেয়া নির্দেশাবলী গুলো মেনে আমাদের দেয়া ইমেইলে পাঠিয়ে দাও তোমার লিখা। আমরা শীঘই যোগাযোগ করবো তোমাদের সাথে।
⭐️ফর্ম লিংকঃ https://barcbd.org/content-writer/
⭐️ জয়েন করো আমাদের এই আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ওয়ার্কশপে আর জ্যোতির্বিজ্ঞানের আলোকে ছড়িয়ে দাও সব জায়গায় যেন সবাই এই আলোয় আলোকিত হতে পারে।