
All Bangladesh Asteroid Search Campaign-2021
চলে এলো “All Bangladesh Asteroid Search Campaign 2021”
আগামী মার্চ মাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের শিক্ষার্থীরা জাতীয়ভাবে এই গবেষণামূলক প্রজেক্টে একসংঙ্গে অংশ নিতে পারবে।এই প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীরা আসল জ্যোতির্বিজ্ঞানীদের মতো গবেষণা ভিত্তিক কার্যক্রমে নিজেদের যুক্ত করতে পারবে এবং প্রফেশনাল জ্যোতির্বিজ্ঞানী ও গবেষকদের মতো মহাকাশে ঘুড়ে বেড়ানো বিভিন্ন প্রকারের গ্রহাণুদের সন্ধান চালাতে পারবে ও আবিষ্কারও করতে পারবে এবং আবিষ্কারটি শিক্ষার্থীরা নিজেদের নামে নামকরণ করার সুযোগও পাবে
“International Astronomical Search Collaboration (IASC)” গত বছর অর্থাৎ ২০২০ সালে পুরো বাংলাদেশে এই ক্যাম্পেইন চালানোর জন্য দায়িত্ব প্রদান করে “Bangladesh Astronomy Research Collaboration (BARC)” কে। বাংলাদেশের ইতিহাসে আমরা সর্বপ্রথম প্রতিষ্ঠান যারা এই আন্তর্জাতিক প্রজেক্টটি বিশ্বের অন্যান্য দেশের মতো এদেশেও চালু করেছি এবং দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই ক্যাম্পেইন পরিচালনা করছি। এতে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত।
___________________________________________________________________
কী এই ক্যাম্পেইন? চলুন জেনে আসি। International Astronomical Search Collaboration (IASC) হলো একটি সিটিজেন সাইন্স প্রোগ্রাম যেখানে আপনাকে কাজ করতে হবে এস্টেরয়েড-এর উপর। এটি দীর্ঘ ১ মাসের একটি প্রজেক্ট। হাওয়াই এ অবস্থিত Pan-STARRS টেলিস্কোপ থেকে সংগৃহীত হাই কোয়ালিটির এস্ট্রোনোমিকাল ডেটা সারা বিশ্বের সমস্ত সিটিজেন সাইন্টিস্টদের কে দেয়া হয় এবং সেইখান থেকে খুঁজে বের করতে হয় এস্টেরয়েড।এই প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীরা মেইন বেল্ট এস্টেরয়েডগুলির নিশ্চিত অনুসন্ধান ও আবিষ্কার করতে পারবে যা ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির এন.ই.ও প্রোগ্রামের অধিভুক্ত।এটি একটি দারুণ সুযোগ আসল জ্যোতির্বিজ্ঞানীদের মতো গবেষণা করার। এই প্রজেক্টে ঠিক আসল জ্যোতির্বিজ্ঞানীদের মতোই আসল টেলিস্কোপ থেকে পাওয়া ডেটা থেকে আপনাকে এস্টেরয়েড খুঁজে বের করতে হবে।____________________________________________________________________
এবার আমরা সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বাছাইকৃতদের নিয়ে সেরা ১৫টি দল গঠন করে এদেরকে মূল ক্যাম্পেইনে অংশ নেয়ার সুযোগ দিবো এবং প্রত্যেক টিমে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৭জন সদস্য থাকবে।
আমরা প্রত্যেককে এই ক্যাম্পেইনের জন্য ট্রেইন করবো, ট্রেইনিং সেশনে অংশ নিতে হলে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অংশ নিতে হবে।
_____________________________________________________________________
অংশগ্রহণের যোগ্যতাঃ
১) ৮ম শ্রেণী হতে থেকে আন্ডারগ্রাজুয়েট/অস্নাতক ১ম বর্ষ পর্যন্ত,
২) নিজস্ব পিসি/ল্যাপটপ এবং শক্তিশালী ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ,
৩) অপারেটিং সিস্টেমঃ উইন্ডোজ।
৪) জাতীয়তাঃ বাংলাদেশী
_____________________________________________________________________
অংশগ্রহণের নিয়মাবলী ও বাছাইয়ের প্রক্রিয়াঃ১) প্রত্যেক অংশগ্রহণকারী বাংলাদেশী মুদ্রায় ‘১৫০ টাকা’ (1.77 USD $) ট্রেনিং ফি বিকাশের মাধ্যমে প্রেরন করবেন এবং বিকাশের ট্রাঞ্জেকশন নাম্বারটি সংগ্রহ করবেন।
২) সংগৃহীত বিকাশের ট্রাঞ্জেকশন নাম্বারটি সঠিকভাবে রেজিষ্ট্রেশন ফর্মে বসিয়ে ফর্মের শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পূরণ করে জমা দেয়ার পর অংশগ্রহণকারীদেরকে ইমেইলের মাধ্যমে তাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে কিনা তা জানানো হবে।
৩) রেজিস্ট্রেশন শেষ হবার পর রেজিস্ট্রেশনকৃত সকল অংশগ্রহণকারীদের জন্য সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি ভার্চুয়াল কর্মশালার আয়োজন করা হবে।
***(কর্মশালার তারিখ ও সময় মেইলের মাধ্যমে সকলকে জানিয়ে দেয়া হবে এবং আমাদের ফেইসবুক পেইজ ও গ্রূপেও পোস্ট করা হবে)
৪) কর্মশালার পাঠদানের ওপর ও সংশ্লিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে ৩০ নম্বরের একটি সংক্ষিপ্ত পরীক্ষা নেয়া হবে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারীদের মধ্যে থেকে ১ম ৭৫ জনকে (নম্বরের ভিত্তিতে এগিয়ে আছে এমন) মূল প্রজেক্টে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।***(পরীক্ষার তারিখ ও সময় মেইলের মাধ্যমে সকলকে জানিয়ে দেয়া হবে)
৫) বাছাইকৃত ৭৫ জনকে নিয়ে ১৫ টি দল গঠন করা হবে যেখানে প্রতিটি দলে সর্বনিম্ন ২ জন ও সর্বোচ্চ ৭ জন সদস্য থাকবে।
৬) বাছাইকৃত ৭৫ জনকে নিয়ে আমরাই ১৫ টি দল গঠন করে দেবো, তবে দল গঠন ও নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণকারীদের মতামত ও ব্যক্তি স্বাধীনতাকে অবশ্যই প্রাধান্য দেয়া হবে। কোনো অংশগ্রহণকারী যদি বাছাইকৃতদের মধ্যে থেকে পছন্দমতো সদস্য নির্বাচন করে নিজের দল গঠন করতে চায় তবে আমরা তাকে সর্বাত্বক সহযোগিতার মাধ্যমে তার দল গঠনে বাধ্য থাকবো। সেক্ষত্রে অনতি বিলম্বে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
৭) দল গঠন শেষে দলের সকল সদস্যের মতামতের ভিত্তিতে পছন্দমতো একজন দল নেতা/টিম লিডার নির্বাচন করতে হবে। সেই সাথে দলের একটি নির্দিষ্ট নাম নির্ধারণ করতে হবে ও উক্ত নামের প্রথমে অবশ্যই “BARC” যুক্ত করতে হবে, যেমনঃ BARC-Asteroid Hunters এবং দলের নামে অবশ্যই ইংরেজি লেটার/অক্ষর ব্যবহার করতে হবে। প্রতিটি দলের নাম পৃথক হতে হবে। যদি এক দলের সাথে অন্য দলের নাম মিলে যায় সেক্ষত্রে কর্তৃপক্ষের দেয়া সিদ্ধান্তই মেনে নিতে হবে।
৮) দল গঠন ও নাম নির্বাচন শেষে ১৫টি দলকে ট্রেনিং করানো হবে। ট্রেনিংয়ে সকলকে হ্যান্ডস-ওন এক্সপেরিয়েন্স দেয়া হবে। পুরো প্রজেক্টে দলগুলোকে যেভাবে কাজ করতে হবে সে বিষয় বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হবে। ট্রেনিং সেশন দুটি ধাপে নেয়া হবে। ১ম ধাপে ৮টি দল অংশ নিবে এবং পরের ধাপে বাকি ৭টি দল অংশ নিবে।***(ট্রেইনিং সেশনের নির্ধারিত তারিখ ও সময় মেইলের মাধ্যমে সব দলকে/টিম লিডারকে জানিয়ে দেয়া হবে এবং আমাদের ফেইসবুক পেইজ ও গ্রূপেও পোস্ট করা হবে)
৯) ট্রেনিং সেশন সম্পন্ন হবার পর প্রতিটি দলকে এসাইনমেন্ট হিসেবে ২/৩টি করে ভিন্ন ভিন্ন ডেটা সেট প্রদান করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি দলের টিম লিডার এসাইনমেন্ট সাবমিট করবে। যা তাদেরকে দীর্ঘ ১মাসের প্রজেক্টে নির্ভুল ও যথাযথভাবে কাজ করতে আগে থেকেই অভ্যস্ত হতে সহযোগিতা করবে।সকল দলের সাবমিশন শেষে তাদের এনালাইসিসের ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে তাদের ভুল-ত্রুটি সংশোধনের জন্য আরো একটি প্রব্লেম সলভিং সেশন নেয়া হবে। যার ফলে প্রত্যেকেই ক্যাম্পেইন শুরুর পূর্বে তাদের প্রজেক্ট সম্পর্কে যথাযথ জ্ঞান ও স্পষ্ট ধারণা রাখতে পারে।
১০) সবশেষে আপনাদের হাত ধরেই দ্বিতীয়বারের মতো দীর্ঘ ১ মাসের প্রজেক্ট অফিসিয়ালি শুরু হবে………!!!
____________________________________________________________________
এখানে অংশগ্রহণ করলে যা যা পাচ্ছেনঃ১) রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশ নিয়েও বাছাই পর্বে বাদ পরা শিক্ষার্থীরা পাবেন একটি আন্তর্জাতিক মানের সনদপত্র বা সার্টিফিকেট।
২) বাছাইকৃত অংশগ্রহণকারীরা ক্যাম্পেইন শেষে NASA’র লোগো সম্বলিত সার্টিফিকেট পাবেন।
৩) ১৫ টি দলের সবাই ট্রেইনিং সার্টিফিকেট পাবেন।
৪) বাছাইকৃত দলের ডিসকভারি রেকর্ড আমাদের ওয়েবসাইটে সংরক্ষণ করা হবে।
৫) বাছাইকৃত প্রত্যেকের ছবি আমাদের অফিশিয়াল ওয়েবসাইটসহ দেশি-বিদেশি বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করা হবে।_____________________________________________________________________
পার্সোনাল বিকাশ নাম্বারঃ 01770551007**বিকাশ ট্রাঞ্জেকশন নাম্বার অবশ্যই গুগল ফর্মে দিতে হবে। ফি পাঠাতে ভুল করলে কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।কেউ যদি ট্রেনিং এর ফি দিতে সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদেরকে জানাবেন আমরা সেই ফি ওয়েব করে দিবো।
ক্যাম্পেইনের তারিখঃ শুরু হবে ০৫ই মার্চ – শেষ হবে ৩০শে মার্চ
রেজিস্ট্রেশন করার শেষ তারিখঃ ১৭ই ফেব্রুয়ারি, রাত ১১টা পর্যন্ত।
*** বি.দ্রঃ কর্তৃপক্ষের সকল সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। ***
_____________________________________________________________________ FURTHER INFORMATION:
Shams Ibn Hossain:
https://www.facebook.com/hossainshams10/
Hasibul Hossain Rifat: https://www.facebook.com/philanthropic.maurizio_____________________________________________________________________ অফিসিয়াল ওয়েবসাইটঃ https://barcbd.org/
বেসিক জ্যোতির্বিজ্ঞানের বই এবং পণ্য কিনতে চলে যাও এই ওয়েবসাইটে
http://shop.barcbd.org/
অফিসিয়াল ফেসবুক পেজ লিংকঃ https://www.facebook.com/BangladeshAstronomyResearchC…/…
অফিসিয়াল ফেসবুক গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/1682010375163061
BARC Astronomy Skill Lab গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/2809827755787416
BARC Astronomy Book Lovers গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/264853998125563
আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলঃ
https://www.youtube.com/channel/UCRvDnnBKkn_Pzhvl1SsJ7OQ
জ্যোতির্বিজ্ঞানের গাইডলাইনের প্লেলিস্টঃ https://youtube.com/playlist…
সকল লাইভ ক্লাস পেতে সাবস্ক্রাইব করো আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেলঃ
https://www.youtube.com/channel/UC9WvUDAebXU0HkhSqaIjlLw
যুক্ত থাকো আমাদের সোশাল মিডিয়াগুলোর সাথেঃ
ইন্সটাগ্রামঃ https://www.instagram.com/barcbd_/
টুইটারঃ https://twitter.com/BARCBD
লিংকডিনঃ https://www.linkedin.com/…/bangladesh-astronomy…
BARC Country Coordinator হতে চাইলে এখনই এপ্লাই করো
https://barcbd.org/…/barc-country-coordinator-recruitment/
BARC এর ওয়েবসাইটে নিয়মিত এস্ট্রোনমির ব্লগ লিখতে চাও? তাহলে এখনই নিচের দেয়া লিংকে যেয়ে ফর্ম পূরণ করে ফেলো আর আমাদের দেয়া নির্দেশাবলী গুলো মেনে আমাদের দেয়া ইমেইলে পাঠিয়ে দাও তোমার লিখা। আমরা শীঘই যোগাযোগ করবো তোমাদের সাথে।
ফর্ম লিংকঃ https://barcbd.org/content-writer/
জয়েন করো আমাদের এই আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ওয়ার্কশপে আর জ্যোতির্বিজ্ঞানের আলোকে ছড়িয়ে দাও সব জায়গায় যেন সবাই এই আলোয় আলোকিত হতে পারে।
Emergency Contact – 01844585179, 01950565358